স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মাসে স্বাধীনতা বিরোধি অপশক্তি, হেফাজতসহ দুর্বৃত্তদের সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে ঝিনাইদহে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে নেতাকর্মীরা হেফাজতের নাশকতামুলক কর্মকান্ড বিরোধী নানা শ্লোগান দিতে থাকে।
যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমের নেতৃত্বে মিছিলটি বেলেডাংগা বাজার থেকে বের হয়ে বয়েড়াতলা বাজার প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা তিতু শিকদার, গিয়াস উদ্দিন, দলিল উদ্দিন, কালীচরণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুন্সী আব্দুর সাত্তার, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হারুন বিশ্বাস, ইউপি সদস্য মিজানুর রহমান মিজু, পিন্টু শিকদার, উজ্জল হোসেন, জাহিদ হোসেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আকাশ আহম্মেদ বকুল, রুবেল হোসেন, সাংগঠনিক সম্পাদক সংগ্রাম হোসেন, প্রচার সম্পাদক তাহাজ্জিবুল মনির, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হারুন মিয়াসহ নেতৃবৃন্দ। বক্তারা হেফাজতসহ দেশে নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতিহত করতে সকলের প্রতি আহবান জানান।