ঝিনাইদহের হরিনাকু-ুতে যৌতুক না পেয়ে ২য় বিয়ে করে দুই সন্তানসহ প্রথম স্ত্রীকে তালাক দিয়েছে স্বামী আব্দুস সালাম। বিচার না পেয়ে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন দুই সন্তানের জননী আয়না খাতুন।
ভুক্তভোগীর অভিযোগে জানা যায়,পারিবারিক ভাবে হরিনাকু-ু উপজেলার গাজীপুর গ্রামের মনজের আলীর ছেলে আব্দুস সালামের সাথে পার্শ্ববর্তী কুলবাড়িয়া গ্রামের মৃত অমেদ আলীর মেয়ে ফরিদা ওরফে আয়না খাতুনের বিয়ে হয়। বিয়ের পর যৌতুক বাবদ তাকে নগদ ১লাখ টাকা ও আসবাবপত্র দেওয়া হয়। ১৮বছর দুই মেয়ে সন্তান নিয়ে সুখে শান্তিতে ঘর সংসার চলছিল তাদের। এরই মাঝে গোপনে ২য় বিয়ে করে স্বামী আব্দুস সালাম। এরপর যৌতুকের জন্য বিভিন্ন সময়ে প্রথম স্ত্রীর উপর শুরু করে অমানুষিক নির্যাতন। বিয়ের বিষয়টি জানাজানি হওয়ার পর স্ত্রী আয়না খাতুন একটি মানবাধিকার সংস্থায় অভিযোগ দায়ের করে। মুচলিকা দিয়ে স্ত্রীকে ফিরিয়ে এনে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দেয় তার স্বামী। পিতা-মাতা মারা যাওয়ায় অসহায় আয়না খাতুন দুই সন্তান নিয়ে সদর উপজেলার মহিষাকুন্ডু গ্রামে বোনের বাড়িতে আশ্রয় নেয়। বোনের সুখের কথা চিন্তা করে বড় বোন মমতাজ খাতুন ফের দেড় লাখ টাকা দেয়। এই দেড় লাখ টাকা গ্রামের পরিচিত শহিদুল ইসলামের ৫শতক জমি ক্রয়ের জন্য বায়না করেন আয়না খাতুন। বায়নাকৃত টাকা ফেরত নিতে চাইলে বিভিন্ন রকম বাঁধা ও ভয়ভীতি দেখাচ্ছে এলাকাবার প্রভাবশালীরা।
ভুক্তভোগী আয়না খাতুন ও তার বড় বোন মমতাজ খাতুন জানান,বায়নার টাকা শহিদুল ইসলাম ভয়ে এলাকার প্রভাবশালী হাসিবুলের কাছে দিয়ে দিয়েছে। টাকা না পেয়ে থানায় অভিযোগ দিতে গেলে এসআই আনিস আমাদের কাছে ১০হাজার টাকা দাবী করে। টাকা না দেওয়ায় অভিযোগ নেয়নি। এরপর পুলিশের সামনেই আমাদেরকে ধামকি দিয়ে থানা থেকে বের করে দিয়েছে এলাকার প্রভাবশালী হাসিবুল। ফলসি ইউপি চেয়ারম্যান বজলুর রহমানের কাছে গেলে তিনিও হাসিবুলের কারনে বিচার করে দেয়নি।
এব্যাপারে ফলসি ইউপি চেয়ারম্যান বজলুর রহমান জানান,টাকাগুলি গ্রাম্য মাতব্বর হাসিবুলের কাছে জমা রয়েছে। সে মিমাংসা করে দেওয়ার কথা রয়েছে। হাসিবুল জানান,আর্ধেক টাকা তার স্বামী আব্দুস সালামকে দিয়েছি আর বাকী টাকা আমার কাছে রয়েছে। এসআই আনিসের টাকা চাওয়ার বিষয়টি অস্বীকার করে হরিনাকু-ু থানার ওসি সাইফুল ইসলাম জানান,তাদেরকে গ্রাম্য আদালতে অভিযোগ দেওয়ার কথা বলা হয়েছে। বিচারটা তারা করে দিলে ভাল হয়। আর থানা থেকে তাড়িয়ে দেওয়ার কোন ঘটনা ঘটেনি।