ঝিনাইদহ সদর উপজেলার ৭ নং মহারাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু বক্করকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে ঝিনাইদহ শহরের আলহেরা পাড়ার বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আবু বক্কর চেয়ারম্যান মহারাজপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের মৃত জয়নাল মল্লিকের ছেলে। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, অর্থ লেনদেনের একটি মামলায় বিজ্ঞা আদালত সাবেক চেয়ারম্যান আবু বক্কর চেয়ারম্যানকে ১ বছরের কারাদণ্ড ও নগদ ১০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। সেই ওয়ারেন্ট সদর থানায় পৌছালে অভিযান চালিয়ে পুলিশ শহরের আলহেরা পাড়ার নিজ বাসা থেকে আবু বক্করকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়। তথ্য নিয়ে জানা গেছে বিষয়খালী এলাকার চাল ব্যবসায়ী খোকনের কাছ থেকে আবুবকর টাকা গ্রহণ করেন। সেই টাকা না দেয়ায় খোকন আদালতের শরণাপন্ন হন।