দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে আরও ১ জন নিহত হয়েছে। তার নাম আব্দুশ শুক্কুর (৩৮) বাজালিয়া ইউনিয়নের ভোর বাজার বোর্ড অফিস কেন্দ্রে গুলিতে আব্দুশ শুক্কুর নিহত হয়। থানার এস আই মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। আজ সোমবার দুপুর আনুমানিক ১২টার সময় এ ঘটনা ঘটে। নিহত শুক্কুর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তাপস কান্তি দত্ত এর পক্ষে কেন্দ্রীয় করছিল বলে দাবি করা হচ্ছে। কেরানীহাট মা-শিশু জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রাকিব উদ্দিন জানান, দুপুরের দিকে আবদুশ শুক্কুর নামের একজনকে গুরুতর আহত অবস্থায় কিছু লোকজন নিয়ে আসে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। শরীরের বেশ কিছু অংশে গুলির আঘাত রয়েছে। এর আগে সকাল সাড়ে ১১ টার দিকে নলুয়া ইউনিয়ন এর মরফলা বোর্ড অফিস কেন্দ্রে অতর্কিত হামলায় তাসিফ নামের এক কিশোর নিহত হয়েছিল এ নিয়ে সাতকানিয়ায় নির্বাচনী সহিংসতায় মৃতের সংখ্যা ২। আহত হয়েছে অন্তত ৩০ জন।