ঝিনাইদহ প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য ও স্যাটালাইট টেলিভিশন বাংলাভিশনের ঝিনাইদহ জেলা প্রতিনিধি আসিফ ইকবাল মাখনের পিতা নুরুল ইসলাম জোয়ার্দার (৮০) শুক্রবার সকালে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজেউন)।
শুক্রবার বাদ আসর তার নিজ বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার করতিপাড়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
ঝিনাইদহে কর্মরত সকল সাংবাদিকবৃন্দ তার মৃত্যুতে শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।