স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
কোটচাঁদপুরের সিনিয়র সাংবাদিক ও শিক্ষক রফিক মন্ডলের পিতা মইদুল ইসলাম মন্ডলের আজ ৮ম মৃত্যুবার্ষিকী। ২০১৪ সালের ৭ মার্চে ভোরবেলা ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর ইউনিয়নের মানিকদিহি গ্রামে তিনি ইন্তেকাল করেন। ইন্তেকালের সময় তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। মরহুম মইদুল ইসলাম ৪ ছেলে ও ১ মেয়ে সহ অস্যাংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান। মরহুমের ইন্তেকাল দিবস পালনে তার পরিবারের পক্ষ থেকে তার গ্রামের বাড়ি মানিকদিহি গ্রামে বিস্তারিত কর্মসুচি গ্রহন করা হয়েছে। এলাকায় মইদুল ইসলাম দানশীল হিসেবে পরিচিত। তিনি এলাকার স্কুল, মাদ্রাসা ও মসজিদে জমি দান করে স্মরনীয় হয়ে আছেন। তিনি একজন রাজনৈতিক সচেতন ব্যক্তি হিসেবে এলাকার মানুষের কাছে খুবই প্রিয় ছিলেন। সাংবাদিক রফিক মন্ডল তার পিতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।