সকলকে কাঁদিয়ে আখেরী সফরে গমন করলেন হরিনাকুণ্ডুর বরন্য সন্তান অধ্যাপক এমএ লতিফ (ইন্নালিল্লাহে ওয় ইন্না—-রাজেউন) দেশ বরণ্য শিক্ষাবিদ, হরিনাকুন্ডুর কৃতি সন্তান অধ্যাপক এমএ লতিফ (৮০) আজ বুধবার সকাল ৭টায় ইবনে সিনা হাসপাতাল ঢাকায় ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম অধ্যাপক এমএ লতিফ ঝিনাইদহ জেলার হরিণাকুন্ড উপজেলার মান্দিয়া গ্রামের সামস উদ্দীন বিশ্বাসের পুত্র ছিলেন। শ্রদ্ধেয় আব্দুল লতিফ স্যার সাবেক অধ্যাপক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ, ঢাকা; সাবেক মহাপরিচালক, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর; সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ঢাকা শিক্ষা বোর্ড; সাবেক সহ-সভাপতি, বৃহত্তর যশোর জেলা সমিতি । এছাড়া হরিণাকুন্ড সমিতির সম্মানিত উপদেষ্টা হিসেবে আমৃত্যু দায়িত্ব পালন করেন। মরহুমের মরদেহ হরিণাকুন্ডুর মান্দিয়া নিজ গ্রামে দাফন করা হবে বলে পারিবারিক ভাবে জানা গেছে। হরিণাকুন্ডবাসীকে মরহুমের জানাজা ও দাফনে স্বাস্থ্যবিধি মেনে শরীক হবার জন্য বিনীত অনুরোধ করা হয়েছে। আল্লাহ সুবহানাতায়ালা মরহুমের জীবনের সকল খেদমতকে কবুল করে জান্নাতুল ফেরদাউসের সুউচ্চ মাকামে স্থান দান করুন -আমিন।