ঝিনাইদহের হরিণাকুন্ডু সমিতির সম্মানিত উপদেষ্টা, বিএডিসি-এর সাবেক পরিচালক, অবসরপ্রাপ্ত কৃষিবীদ জনাব মোহাম্মদ আবু তালের আজ রাজধানীর একটি হাসপাতালে মৃত্যবরণ করেছেন।( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মরহুমের নামাজে জানাজা বাদ এশা মোহাম্মদপুর ইকবাল রোডের মসজিদে অনুষ্ঠিত হবে। মৃত্যকালে তিনি স্ত্রী ও দু’পুত্র সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের বাড়ি হরিণাকুন্ডু উপজেলার পারদখলপুর (বরিশখালী) গ্রামে। হরিনাকুন্ডু উপজেলা সমিতির সভাপতি প্রফেসর ড. এম এ মজিদ ও সাধারণ সম্পাদক প্রকৌশলী নিহার রঞ্জন সরকার সমিতির পক্ষ থেকে শোক প্রকাশ করে সমবেদনা জ্ঞাপন করেছেন।