ঝিনাইদহের শৈলকুপায় শেষ হয়েছে সনাতন ধর্মালম্বীদের ২১ তম শ্বশান কালীপূজা। মঙ্গলবার দুপুরে শৈলকুপার ফুলহরি শ্বশান ঘাটে এ পূজার সমাপনী অনুষ্ঠিত হয়।
সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান জামিনুর রহমান বিপুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ আয়কর অফিসের ডেপুটি কমিশনার অনাথ বন্ধু সাহা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলে পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌর গোপাল সাহা, সাধারণ সম্পাদক হরেন্দ্রনাথ বিশ্বাস, কোষাধ্যক্ষ প্রণব সাহা ও রঞ্জিত বিশ্বাস, ফুলহরি মাধমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লক্ষন প্রসাদ সাহা, সমাজসেবক প্রকাশ কুমার সাহা
২ দিন ব্যাপী এই পূজায় দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তবৃন্দ অংশ নেয়। পূজা উপলক্ষে বসে গ্রামীণ মেলা।