ঝিনাইদহের শৈলকুপার ভগবাননগর গ্রামের সেচ খাল থেকে ইদ্রিস আলী (৪২) নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল সড়ে ৯ টার দিকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। সে ওই গ্রামের সানার উদ্দি মন্ডলের ছেলে।
শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম জানান, গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে বের হয় ইদ্রিস আলী। এরপর রাতে আর কেউ তাকে খুজে পায়নি। পরে সকালে ভগবাননগর গ্রামের সেচ খালে পাট পচাতে গিয়ে এক কৃষক তার মৃতদেহ দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়। পরে পরিবার ও স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইদ্রিস আলীর মৃতদেহ উদ্ধার করে।
তিনি আরো জানান, ইদ্রিস আলীর গলায় গামছা পেচানো ছিল। তবে তার শরীরে কাপুনি রোগও ছিল। তাই কাপুনির কারনে পানিতে পড়ে গিয়ে তার মৃত্যু হল নাকি এর পিচনে অন্য কারন আছে তা ময়নাতদন্ত প্রতিবেদনের পরই জানা যাবে।