ঝিনাইদহের শৈলকুপায় শেখপাড়া বাজার থেকে ১৯০ পিস ইয়াবাসহ উজ্জল হোসেন (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬।
শুক্রবার (১১ জুন) সন্ধ্যা ৭ টার সময় তাকে আটক করা হয়। আটককৃত উজ্জল হোসেন কুষ্টিয়া সদর থানার বলদা গ্রামের আবুল কাশেমের ছেলে।
র্যাব সুত্রে জানা যায়,গোপন সাংবাদের ভিত্তিতে ঝিনাইদহ র্যাব-৬ এর একটি দল ঝিনাইদহের জেলার শৈলকুপা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে শেখপাড়া বাজারের জাহিদ হোসেনের চায়ের দোকানের সামনে থেকে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় ১৯০ পিস ইয়াবাসহ দুইটি মোবাইল সেট ও ৩ টি সীম কার্ড এবং নগদ ৬ হাজার টাকা উদ্ধার করা হয়।
র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্তা নেওয়া হয়েছে।