ঝিনাইদহের শৈলকুপা উপজলার প্রানিসম্পদ ও ডেইরি প্রকল্পের অধিনে কর্মরত ১৩ জন লাইভস্টক সার্ভিস প্রোভাইডারের নিকট বিভিন্ন উপকরণ প্রদান করা হয়েছে। বুধবার বেলা ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম তার অফিস কক্ষে উপকরণ সমুহ ১৩ জন কর্মীর নিকট প্রদান করেন। উপকরণ সমুহের মধ্যে রয়েছে কম্পিটারট্যাব, কিটবক্স, থার্মোফ্লাক্স, ছাতা. রেইনকোট, গামবুট, স্যাভলন, টর্চলাইট, পেনড্রাইভ ও ওয়াটার পট। এ সময় আরো উপস্থিত ছিলেন ইউএলও,ডাঃ মামুন খান, ভ্যাটেরিনারী সার্জন ডাঃ বায়েজিদ, প্রেসক্লাব সভাপতি এম হাসান মুসা প্রমুখ।