পহেলা মে আন্তজার্তিক শ্রমিক দিবসে “শিশুশ্রম বন্ধ করুন, নির্দোষ শৈশব বিলীন হওয়া থেকে রক্ষা করুন” স্লোগানে বুধবার কালীগঞ্জ শহরের বৈশাখী তেল পাম্প এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করে সেচ্ছাসেবী যুব সংগঠন কালীগঞ্জ ইয়ূথ এগেইনস্ট হাঙ্গার।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ফাওজুর রহমান সাবিত, সহসভাপতি ইতি ব্যানার্জি, অর্থ সম্পাদক তুলি বিশ্বাস, জয়া বিশ্বাস, দ্বীপ সাহা, স্বাদিকুন নাহার মাহফুজুর রহমান সহ সংগঠন এর অর্ধশতাধিক সদস্য।
কালীগঞ্জ ইয়ূথ এগেইনস্ট হাঙ্গারের সভাপতি ফাওজুর রহমান সাবিত বলেন, আমাদের দেশের শিশুদের শ্রমিক হওয়ার পেছনে ব্যাপকভাবে দায়ী দেশের শিক্ষাব্যবস্থা। কঠিন অবস্থার মুখোমুখি হয় সেই শিশুরাও, যারা স্কুলে যায়। তাদের বেশিরভাগ অভিভাবকই তাদের লেখাপড়ার খরচ বহন করতে ব্যর্থ হয়। ফলে তারা ছেলেমেয়েদের লেখাপড়া শেখাতে স্কুলে পাঠানোর উৎসাহ হারিয়ে ফেলে।শিশুশ্রম বন্ধ করতে হলে দেশের শিক্ষাব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনতে হবে। সব শ্রেণীর শিশুর শিক্ষা নিশ্চিত করতে হবে। শিশুশ্রম আইনে সংশোধন এনে আরও কঠোর আইন প্রণয়ন করতে হবে। শিশুশ্রমে উৎসাহ প্রদানকারীদের আইনের আওতায় এনে শিশুশ্রমকে নিরুৎসাহিত করতে হবে।
সর্বোপরি জাতীয় শিশুনীতি সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে বলে দাবি তোলেন বক্তারা।