মাগুরার ধাপুয়াপাড়ায় শিক্ষাবঞ্চিত অবহেলিত জনপদে আলোর ধারা ‘মদিনা একাডেমি’র বাচ্চাদের মাঝে আজ বই বিতরণ করেন আল নাদভী ফাউন্ডেশন এর প্রতিষ্টাতা পরিচালক মুফতি ফারুক হোসেন নোমানী। ওরা আজ আনন্দে আপ্লুত। মদিনা একাডেমির ২৫ জন শিক্ষার্থীকে আরবি, বাংলা, অংক ও ইংরেজি বই কচি শিক্ষার্থী দেয়া হলো। এ সময় উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্টানের শিক্ষক তরিকুল ইসলাম অভিভাবক রইচ উদ্দিন,অত্র অঞ্চলের সূধীজন সহ অন্যান্য গনমান্য ব্যক্তিবর্গ। নতুন বই পেয়ে বাচ্চারা সন্তষ্টি প্রকাশ করেন। করেনাকালীন সময়ে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের লেখাপড়া যাতে স্থবির না হয়ে পড়ে সেই উদ্দেশ্য এই বই বিতরন করা হয়। নোমানী বলেন এই অঞ্চল একটি পিছিয়ে পড়া জনগোষ্টির বসবাস তাদের মধ্যে শিক্ষা ও কোরানের আলো ছড়িয়ে দিয়ে উদ্যেগ হাতে নেয়া হয়েছে। আল নাদভী ফাউন্ডেশন এর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অঞ্চলের মানুষ। তিনি জানান তাঁর ফাউন্ডেশনের কার্যক্রম অব্যাহত থাকবে।