কালীগঞ্জ উপজেলার (১ম ছবি) শালিখা গ্রামের বাসুদেব রুদ্র নামে একজন সম্প্রতি সড়ক দু.র্ঘ.ট.না.য় গুরুত্বর আ.হ.ত হন। এতে তার ডান পা কে.টে ফেলতে হয়েছে। কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপের পক্ষ থেকে তাকে নগদ ১০,০০০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
এছাড়াও উপজেলার শিবনগর এলাকার (২য় ছবি) জাহিদুল ইসলামের কিডনি জনিত রোগে ভুগছেন। ডায়ালসিস করার টাকা পাচ্ছিলেন না। তাকে কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপের পক্ষ থেকে নগদ ৫,০০০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
এই টাকা বন্যার্ত মানুষের জন্য সংগ্রহ করা টাকার অবশিষ্ট ৫০,৪৫২/- টাকা থেকে প্রদান করা হয়েছে। আর অবশিষ্ট ৩৫,৪৫২।- টাকা কালীগঞ্জের অসহায় মানুষের মাঝে প্রদান করা হবে। ক্রেডিট আঞ্চলিক ভাষা গ্রুপ।
এ জাতীয় আরো খবর ....