ঈদ উপলক্ষে যমুনা ইলেকট্রনিক্স এর যে কোনো মডেলের ফ্রিজ বা এসি কিনলেই পাচ্ছেন ১০০% পর্যন্ত ক্যাশব্যাক। যমুনা ইলেকট্রনিকসের ডিলার যশোর ইলেকট্রনিকস থেকে ফ্রিজ বা এসি কিনলেই নিশ্চিত পেতে পারেন ১০০% ক্যাশব্যাক অফার। যা দিয়ে আপনি নিতে পারেন ঐ সমমূল্যের যেকোনো পণ্য। শুক্রবার বিকালে যমুনা শোরুম থেকে যমুনার একটি ফ্রিজ ক্রয় করে কালীগঞ্জের ষাটবাড়িয়া মনোহরপুর গ্রামের মোশাররফ হোসেন নামে এক ভাগ্যবান ক্রেতা জিতে নিয়েছেন একটি ফ্রিজ। উনি জানান, যমুনার পণ্যের মান অনেক ভালো আমি আগেও এই ফ্রিজ নিয়েছি, আজ আমি আবার আসি ফ্রিজ কিনতে এবং ফ্রিজ কিনে ১০০% ক্যাশব্যাক অফার পেয়েছি, তাতে কোম্পানির শর্ত অনুযায়ী আর একটি ফ্রিজ আমি নিয়েছি। আর ফ্রিজটি জিতে অনেক খুশি। ফ্রিজটি হস্তান্তর করেন ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও বৈশাখী টেলিভিশন ও দৈনিক ইত্তেফাকের ঝিনাইদহ জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম মন্টু, যমুনা ইলেকট্রনিকসের ডিলার যশোর ইলেক্ট্রনিক্সের স্বত্তাধিকারী মোঃ মিজানুর রহমান ও যশোর ইলেকট্রনিকসের ব্যবস্থাপনা পরিচালক এস এম সোহেল রাজ সহ শোরুমের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। ব্যবস্থাপনা পরিচালক সোহেল জানান অফারটি পেতে চাইলে আপনারাও চলে আসুন ঝিনাইদহের কালীগঞ্জের যমুনার শোরুমে।
ঠিকানাঃ নতুনবাজার, কোটচাঁদপুর রোড, কালীগঞ্জ, ঝিনাইদহ।
ফোনঃ ০১৭৪৯৭১৩৫৬১