মুন্সিগঞ্জের পৌর এলাকার পূর্ব শীলমন্দিতে গত ৩০ সেপ্টেম্বর রাতে ধর্ষণের শিকার হয়েছেন ৭২ বছরের এক বৃদ্ধা। শনিবার (০২ অক্টোবর) সদর থানায় এব্যাপারে একটি মামলা হয়েছে।
শনিবার সন্ধ্যায় ওই বৃদ্ধাকে চিকিৎসার জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধর্ষণে অভিযুক্ত কাদের শেখ একই এলাকার মৃত আমির শেখের ছেলে ও মুন্সিগঞ্জ শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর ভূঁইয়ার ভাগনে। রাতে তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্র জানা গেছে, ঘটনার রাতে এশার নামাজ পড়ার জন্য অজু করতে ঘর থেকে বের হন ওই বৃদ্ধা। এ সময় এলাকার চিহ্নিত মাদকসেবী কাদের শেখ বৃদ্ধার মুখে কাপড় গুজে ধর্ষণ করে পালিয়ে যায়। মায়ের চিৎকারে বৃদ্ধাকে উদ্ধার করে।
ঘটনা জানাজানি হলে বৃদ্ধার ছেলেদের হত্যার হুমকি দিয়ে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
বৃহস্পতিবার সকালে ওই বৃদ্ধাকে প্রথমে বাড়িতে চিকিৎসা দেয়া হয়।
এরপর মুন্সিগঞ্জ পৌরসভায় কর্মরত বৃদ্ধার এক আত্মীয়র সহায়তা বিষয়টি পৌর মেয়রকে জানানো হয়। বিষয়টি শুনে বৃদ্ধার পাশে থাকার আশ্বাস দিয়ে আইনগত পদক্ষেপ নেয়ার পরামর্শ দেন মেয়র।
শনিবার দুপুরে ওই বৃদ্ধা থানায় অভিযোগ দিতে এবং চিকিৎসার জন্য বাড়ি থেকে বের হলে হত্যার হুমকি দেয়া হয়। খবর পেয়ে বিকেলে ওই বৃদ্ধাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
একই সঙ্গে এ ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানায় ধর্ষণের মামলা করেন বৃদ্ধা। বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান।
তিনি বলেন, এক বৃদ্ধাকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ নিয়ে মামলা হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণের শিকার বৃদ্ধাকে চিকিৎসার জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।