ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ও অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ৫ ভারতীয় নাগরিকসহ ৪৩ জনকে আটক করেছে বিজিবি। সোমবার রাতে উপজেলার বাঘাডাঙ্গা, মাটিলা, লড়াইঘাট ও শ্যামকুড় সীমান্ত থেকে তাদের আটক করা হয়। বিজিবি ৫৮ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেঃ কর্নেল কামরুল আহসান জানান, অনুপ্রবেশের সংবাদে রাতে সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালায় তারা। এসময় বাঘাডাঙ্গা বিওপি’র এলাকাধিন কাঞ্চনপুর হতে নারী ও শিশুসহ ১৬ জন, মাটিলা এলাকা থেকে ৩ নারী ও শ্যামকুড় এলাকা থেকে ৫ জনকে আটক করা হয়। এছাড়াও অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ৫ ভারতীয় নাগরিকসহ ১৫ জন, মাটিলা এলাকা থেকে ৩ জন ও লড়াইঘাট এলাকা থেকে ১ জনকে আটক করা হয়। আটকৃত বাংলাদেশীদের বাড়ী ঝিনাইদহ, খুলনা, মাগুরা, বাগেরহাট, মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে। আর ভারতীয় ৫ নাগরিকের বাড়ি ভারতের বেঙ্গালুর ও নিগড়ী জেলায়। বিকেলে মহেশপুর থানায় সোপর্দ করা হলে তাদের আদালতে পাঠানো হয়।