ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের মহেশপুরে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। বুধবার সকালে মহেশপুর উপজেলার মান্দারতলা গ্রামে অভিযান চালিয়ে ৩৭ বোতল ফেন্সিডিলসহ জামাল হোসেনকে গ্রেফতার করা হয়।
র্যাব-৬ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কামাল উদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, স্কোয়াড কমান্ডার এএসপি এইচ.এম. শফিকুর রহমান এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালিয়ে মহেশপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের মোতালেব বকাউল এর ছেলে মোঃ জামাল হোসেনকে গ্রেফতার করা হয়। সেসময় ৩৭ বোতল ফেন্সিডিল, ২ টি মোবাইল সেট ও ৪ টি সীম কার্ড উদ্ধার করা হয়। এ ব্যাপারে মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।