ঝিনাইদহের জেলার মহেশপুর এলাকা থেকে ২ কেজি গাঁজাসহ সালাম মন্ডল (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬।
রোববার (৪ জুলাই ) দুপুর সাড়ে তিনটার সময় তাকে আটক করা হয়। আটককৃত সালাম মন্ডল মহেশপুর থানার কৃষ্ণপুর গ্রামের মৃত জালাল মন্ডলের ছেলে।
র্যাব সুত্রে জানা যায়,গোপন সাংবাদের ভিত্তিতে ঝিনাইদহ র্যাব-৬ এর একটি দল ঝিনাইদহ জেলার মহেশপুর চরকতলা বাজারস্থ জনৈক আল আমিন এর মুদি দোকানের সামনে থেকে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় ২ কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
পরে জব্দকৃত আলামত ও আটককৃত আসামীকে মহেশপুর থানায় হস্তান্তর করে আইনগত ব্যবস্তা নেওয়া হয়েছে।