দেশে ডেঙ্গুর প্রকোপ দেখা দেওয়ায় মশা মারতে এবার নিজেই রাস্তায় নেমেছেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি পৌর এলাকার মধুগঞ্জ ও নিশ্চিন্তপুর গ্রামের বিভিন্ন রাস্তা পাড়া মহল্লায় ফগার মেশিন দিয়ে স্প্রে করে বেড়ান। এ সময়ে তার সাথে পৌরসভার অন্নান্য কর্মীগন উপস্থিত ছিলেন।
মেয়র আশরাফ জানান, রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে ডেঙ্গু মশার প্রকোপ দেখা দিয়েছে। ইতিমধ্যে আশংকাজনক হারে ডেঙ্গু রোগে আক্রান্তরা ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছে। তাই এ রোগের সংক্রমন থেকে মানুষকে রক্ষায় তিনি এখন থেকেই পৌর এলাকায় মশা নিধনে একটি টিম মাঠে নামিয়েছে।
মেয়র আরো জানান, দেশে এখন করোনা মহামারি চলছে। এরিমধ্যেই যদি ডেঙ্গুর আক্রান্ত বেড়ে যায়, তাহলে জনসাধারনের জীবন যাপন চরম অবস্থায় পৌছাতে পারে। তাই তিনি আগে থেকেই তার পৌর এলাকার অভ্যান্তরে মশক নিধনে কাজ শুরু করেছেন। তিনি জানান, অদ্য থেকে পৌরসভার ৯ টি ওয়ার্ডে পর্ষায়ক্রমে মশক নিধনে স্প্রে কার্যক্রম অব্যাহত থাকবে।