এবারের রাইলা ২০২২-২৩ অনুষ্ঠিত হয় বেসক্যাম্প বাংলাদেশ,গাজিপুরে।সেখানে অংশ নেয়া দুই রোট্যারাক্টর রোট্যারাক্ট ক্লাব অব ঢাকা ডায়নামিক এর জিসান খান কাব্য এবং রোট্যারাক্ট ক্লাব অব যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আকিব ইবনে সাঈদ নতুন রেকর্ড সৃষ্টি করেন।
জিসান খান কাব্য ট্রি টপ একটিভিটি শেষ করেন মাত্র ৩ মিনিট ৩৩ সেকেন্ডে এবং আউটক্যাম্প এক্টিভিটি শেষ করেন ৫৩ সেকেন্ডে।
আকিব ইবনে সাঈদ ট্রি টপ একটিভিটি শেষ করেন মাত্র ২ মিনিট ২১ সেকেন্ডে এবং আউটক্যাপ এক্টিভিটি শেষ করেন ৫৮ সেকেন্ডে।
বেজক্যাম্প কতৃপক্ষ এবং রাইলা থেকে তাদের পুরস্কৃত করা হয়।
এছাড়াও শহীদুল্লাহ কায়সার টিম সেরা বেসক্যাম্পার হিসেবে পুরস্কার পায় বেজক্যাম্প এবং রাইলা উভয়ের থেকে।
বেজক্যাম্প এর ক্যাম্প এক্টিভিটি ট্রেইনার জানায়, ননপ্রফেশনাল হিসেবে তারা দুজনেই খেলাধুলায় এবং এডভেঞ্চারাস একটিভিটিতে অনেক ভালো।তারা ভবিষ্যতে আরো ভালো করবে চর্চা করলে।তাদের জন্য শুভ কামনা।
রাইলা ২০২২-২৩ এর আয়োজন এর দায়িত্বে ছিলেন রোটারি ক্লাব অব ভাওয়াল।
তাদের এই অনুষ্ঠানে রোট্যারাক্টরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।দেশের বিভিন্ন স্থান থেকে রোট্যারাক্টর রা এই অনুষ্ঠানে অংশ নেয়।
দেশের তরুন সমাজ কে নেতৃত্ব শেখাতে এবং খেলাধুলা,সাংস্কৃতিক অঙ্গনে এগিয়ে নিতে,দেশের মানুষের পাশে থেকে কাজ করতে ক্লাব টি অনেক বড় ভুমিকা পালন করছে।
অংশগ্রহণকারীদের অভিভাবকগন ক্লাবের এমন আয়োজন এ অনেক খুশি।
জনৈক অভিভাবক বলেন, দেশের তরুন সমাজ কে নেতৃত্ব শিখতে হবে। সকল শিশু,কিশোর এবং তরুনদের উচিত এমন ক্লাবে যুক্ত হওয়া।