প্রেস বিজ্ঞপ্তি
গত ১১ নভেম্বর ২০২০ তারিখ আনুমানিক ০৬২০ ঘটিকায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনস্ত খোসালপুর বিওপির হাবিলদার মোঃ ফিরোজ উদ্দিন এর নেতৃত্বে ০৩ সদস্য বিশিষ্ট টহল দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খোসালপুর মাঠের মধ্যে হতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক চোরাকারবারী মোঃ নজরুল ইসলাম (৫৮), পিতা- মৃত মউজ উদ্দিন, গ্রাম- পদ্মপুকুর, পোঃ গুড়দা, থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহকে ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ০১টি সাড়াশিসহ (কাটা তারের বেড়া কাটার) আটক করা হয়। আটককৃত আসামীকে মাদকদ্রব্য এবং সাড়াশিসহ ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের এবং সোপর্দ করা হয়েছে।
গত ১১ নভেম্বর ২০২০ তারিখ আনুমানিক ১৯৩০ ঘটিকায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনস্ত খোসালপুর বিওপির হাবিলদার মোঃ ফিরোজ উদ্দিন এর নেতৃত্বে ০৩ সদস্য বিশিষ্ট টহল দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খোসালপুর মাঠের মধ্যে হতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৪৮ বোতল ভারতীয় মদ আটক করা হয়।