স্বাধীনতা বিরোধী অপশক্তি এখনও দেশের বিরুদ্ধে ষড়ন্ত্র করে চলেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি বলেন এই অপশক্তিরা বিদেশে গিয়ে নালিশ ও দেশকে পাকিস্তান বানাতে চাই। আজ শুক্রবার বিকেলে ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল মাঠে জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, তারা বাংলাদেশের মানুষের স্বার্থের জন্য আন্দোলন করে না। তারা ক্ষমতার মসনদে যেয়ে বাংলাদেশকে পাকিস্থানী তাবেদার রাষ্ট্র করার জন্য আন্দোলন করছে।
সম্মেলনে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি, সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আনিছুর রহমান টিপুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এর আগে দুপুরের পর থেকেই বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীরা মিছিল সহকারে সমাবেশস্থলে হাজির হন।
এর পরে দ্বিতীয় অধিবেশনে কেন্দ্রীয় স্বেচ্ছোসেবক লীগ সভাপতি-সম্পাদক তিন বছরের জন্য ১৩সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন। নব-নির্বাচিত জেলা স্বেচ্ছাসেবক লীগের এ কমিটিতে শাহরিয়ার করিম রাসেলকে সভাপতি ও সাধারন সম্পাদক রানা হামিদ এর নাম ঘোষনা করা হয়।