আজ ঝিনাইদহে বিএনপি একতরফা নির্বাচন বন্ধ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে লিফলেট বিতরণ করেছে। জেলা বিএনপির আয়োজনে সদরের শাখারিদহ বাজারে এ লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।
লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিএনপির নেতারা বলেন, ৭ জানুয়ারীর নির্বাচনে কোনো গণতন্ত্র নেই। এ নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। তাই এই নির্বাচনকে ‘ডামি নির্বাচন’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এই নির্বাচনে ভোট গিয়ে কোনো লাভ নেই। তাই সকলকে এই নির্বাচন বর্জনের আহবান জানানো হচ্ছে।
তারা বলেন, একতরফা নির্বাচন বন্ধ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সকল দলের অংশগ্রহনে সুষ্ঠু নির্বাচন দেওয়ার দাবি আদায়ে বিএনপি অসহযোগ আন্দোলন করছে। এই আন্দোলনে সকলকে অংশগ্রহণ করতে আহবান জানান তারা।
লিফলেট বিতরণ ও সমাবেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।