ঝিনাইদহের কালীগঞ্জ বারবাজার বাদুরগাছা প্রাচীন ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক শাহ্ গাজী, কালু, চম্পাবতী মাজার শরীফে প্রতি বছরের ন্যায় এ বছরও (বৃহস্পতিবার – ১১ মার্চ) দিনব্যাপি পবিত্র ওরশ শরীফ অনুষ্ঠিত হবে। উক্ত ওরশ শরীফে ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ও মাজার শরীফের সভাপতি চেয়ারম্যান আবুল কালাম আজাদ উপস্থিত থাকবেন।
প্রতিবছর এই দিনে দেশ ও দেশের বাইরে থেকে লক্ষ লক্ষ ভক্তবৃন্দের আগমন ঘটে থাকে। শুধু তাইনা ঐতিহ্য ও দর্শনীয় স্থান হিসাবে গাজী-কালু-চম্পাবতীর মাজার শরীফ দিনে দিনে তার ভক্তশ্রোতা বেড়েই চলেছে। প্রতিবছর এখানে ওরশ শরীফ পালন করা হয়। আর এই ওরশ শরীফে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে। মত দ্বৈততা থাকলেও এটা প্রতিষ্ঠিত সত্য যে, গাজী- কালু ও চম্পাবতীর মাজার বারোবাজারেই অবস্থিত।
গাজী- কালু ও চম্পাবতীর মাজারে হিন্দু মুসলিম নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষ মানত করে। শ্রীরাম রাজার বেড় দীঘির দক্ষিণ পাশে ৩টি পাশাপাশি কবরের অবস্থান । মাঝখানে বড় কবরটি গাজীর, পশ্চিমেরটি কালুর এবং পূর্বের ছোট কবরটি চম্পাবতীর বলে পরিচিত। মাজার সন্নিহিত দক্ষিণ-পশ্চিমে একটি প্রাচীন বটগাছ আছে। এই বটগাছের তলদেশে একটি শূণ্যস্থান দেখা যায়। এটিকে অনেকে কূপ কিংবা অন্য কোন কবর বলে মনে করেন। ১৯৯২ সালে ঝিনাইদহ জেলা প্রশাসন কবর তিনটি বাঁধাই করে বেষ্টনি প্রাচীর নির্মাণ ও খাদেমদের থাকার জন্য সেমিপাকা টিন শেড তৈরী করেছেন। গাজী কালু চম্পাবতীর সাথে দক্ষিণা রায়ের কবরও এখানে রয়েছে।