জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী ও মহান বিজয় দিবস উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জ বারবাজারে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ২০২০ – ২১ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে বারবাজার হাট মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল মাঠে মহাবুবুর রহমান রঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত ১৬ দলীয় এ টুর্নামেন্টে সাজ সাজ রবের মধ্যদিয়ে কালীগঞ্জ ৭নং রায়গ্রাম ইউনিয়ন ফুটবল একাদশ ও কালীগঞ্জ ৫নং শিমলা রোকনপুর ইউনিয়ন ফুটবল একাদশ দু দলের খেলা অনুষ্ঠিত হয়েছে।
বারবাজারের মাঠে ফুটবল লড়াই দেখতে কয়েক হাজার দর্শক ও ফুটবল প্রেমিরা বারবাজার এ মাঠে উপস্থিত হন। মাঠভরা দর্শকদের উপস্থিতিতে কানায় কানায় ভরা মাঠে স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার মাঠের মাঝখানে গিয়ে বেলুন- ফেষ্টুন উড়িয়ে উভয় দলের খেলোয়াড় ও কলাকুশলীদের সাথে কুশল বিনিময় করেন। সকল আনুষ্ঠানিকতা শেষে অভিজ্ঞ রেফারি হাসনুজ্জামান তুষার বাঁশি বাজিয়ে দিয়ে খেলা শুরু করেন। প্রথমে উভয় দলের খেলোয়াড়দের পাল্টাপাল্টি আক্রমনের মধ্যদিয়ে দারুন উপভোগ্য হয়ে উঠে এ ম্যাচটি। কিন্ত প্রথমার্ধের ৩৫ মিনিটে শিমলা রোকনপুর ইউনিয়ন ফুটবল একাদশের খেলোয়ার ১০ নম্বর জার্সি পরিহিত তরিকুল ইসলাম গোল করে। এরপর রায়গ্রাম ইউনিয়ন ফুটবল একাদশের খেলোয়াড়েরা সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি এরপর রেফারি বিরতির বাঁশি বাজিয়ে দেন। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই একের পর এক আক্রমন শানাতে থাকে রায়গ্রাম ইউনিয়ন ফুটবল একাদশের ফুটবলাররা। কিন্তু সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। ৯০ মিনিট পরে রেফারি হাসনুজ্জামান তুষারের বাঁশি দিয়ে খেলা শেষ করে ১ – ০ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে শিমলা রোকনপুর ইউনিয়ন ফুটবল একাদশ।
ধারা বর্ণনায় ছিলেন, রবিউল ইসলাম, কামাল হোসেন ও মোস্তফা ইবনে মাসুদ। সহকারী রেফারির দায়িত্ব পালন করেন সত্তজীদ মন্ডল ও ফিরোজ মুন্সী
টুর্নামেন্ট খেলায় সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন বারবাজার ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পদক ও ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ। খেলাটি পরিচালনা করেন ৯নং ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম, যুবলীগের সাধারণ সম্পাদক সুমন হোসেন, যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন।
ফাইনাল খেলা শেষে স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি দলকে পুরষ্কার তুলে দেন। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, উপজেলা ভাইচ চেয়ারম্যান শিবলী নোমানী, মহিলা ভাইচ চেয়ারম্যান শাহানাজ পারভীন, বারবাজার হাইওয়ে পুলিশের ওসি শেখ মেজবাহ উদ্দীন,ফায়ার সার্ভিসের কর্মকর্তা মামুনুর রশিদ, জেলা পরিষদের সদস্য মোদাচ্ছের,এম এ রউফসহ উপজেলার সকল ইউনিয়র পরিষদের চেয়ারম্যানবৃন্দ এছাড়াও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মিডিয়াকর্মি ও সুধী সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।