ঝিনাইদহ প্রতিনিধি-
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে কটুক্তির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বঙ্গবন্ধু সৈনিক লীগ।
মঙ্গলবার সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচীর আয়োজন করা হয়। এসময় বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু সৈনিক লীগ জেলা শাখার সভাপতি সৈয়দ আল ইমরান, সহ-সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান রানা, সাংগঠনিক সম্পাদক শফিউর রহমান শফি, জেলা স্বেচ্ছা লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক খান জাহান আলী, এম এ জলিলসহ অন্যান্যরা। কর্মসূচীতে ব্যানার ফেস্টুন নিয়ে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
এসময় বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধী ও মৌলবাদি চক্র মহল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মানের বিরোধিতার নামে জনমনে বিভ্রান্তি করছে। এসব অপব্যাখ্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা।