করোনা পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের ৫০ শতাংশ ফি মওকুফ ও সংক্ষিপ্ত সিলেবাস প্রনয়ন সহ ৭ দফা দাবি নিয়ে সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর আশরাফ হোসেন বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ তিতুমীর কলেজ শাখা। রোববার (১০ জানুয়ারি) বেলা ২টায় ৭ দফার এ স্মারকলিপি জমা দেয়া হয়। স্মারকলিপি জমাদানকালে উপস্থিত ছিলেন- তিতুমীর কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সোহেল মৃধা, সাধারণ সম্পাদক খোরশেদ খান, সাংগঠনিক সম্পাদক এস এম মেহেদী, সহ সভাপতি রাকিব মাহমুদ, সমাজসেবা সম্পাদক নুর মোহাম্মদ সুমন, সাহিত্য সম্পাদক আফতাব উদ্দিন মাহমুদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রসঙ্গত, গত শনিবার একই দাবিতে ৭ কলেজের সমন্বয়ক প্রফেসর আইকে সেলিমু উল্লাহর বরাবর স্বারকলিপি জমা দিয়েছে ছাত্র অধিকার পরিষদ এর ৭ কলেজ ইউনিট।