ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজারে দখলদার ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনের স্বাধীনতাকামী বিপ্লবী জনতার পক্ষে গণহত্যা বন্ধের দাবিতে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আসর নামাজ বাদ বিষয়খালী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিশাল এক বিক্ষোভ মিছিল বের করা হয়। এসময় ফিলিস্তিন স্বাধীন করো, আল আকসা মুক্ত করো, মুসলমানের রক্ত বিথা যেতে দেবনা, ফিলিস্তিনের উপর হামলা কেন জাতিসংঘ জবাব দাও, ইসরাইল নিপাত যাক, ফিলিস্তিন বাসীকে আল্লাহ তুমি রক্ষা করো ও ইসরাইলের সকল পণ্য বর্জন করো শ্লোগানে শ্লোগানে ফেটে পড়ে উপস্থিত জনতা। বিক্ষোভ মিছিল পর অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ এর জেলা নেতা ডা. মমতাজুর রহমান, কেলবপুর জামে মসজিদের খতিব শাহ মোহাম্মদ এনামুল হক ফয়েজী, মহারাজপুর ইউনিয়নের সহকারী কাজী মাওলানা জিয়াউর রহমান প্রমূখ। ৭নং মহারাজপুর ইউনিয়ন ইমাম ও সর্বস্তরের তৌহিদী জনতার আয়োজনে বিভিন্ন এলাকার হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ মিছিলে যোগ দেন।
সমাবেশ ও বিক্ষোভ মিছিল শেষে ফিলিস্তিনে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত ও সকল মুসলিমদের যানমালের হেফাজত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।