জামির হোসেন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ- ২০২০’ উদযাপনের ২য় দিনে কালীগঞ্জে ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মীরা বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করেছে। শুক্রবার সকালে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার শেখ মামুনুর রশীদের নেতৃত্বে টিমের সদস্যরা শহরের ভূষনস্কুল মাঠে সাধারন জনতার সন্মুখে অগ্নিনির্বাপনের কৌশল ও মহড়া প্রদর্শন করেন।
ষ্টেশন অফিসার জানান, গত ১৯ নভেম্বর থেকে আগামী ২১ নভেম্বর পর্ষন্ত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ- ২০২০’ পালন করা হবে। এরই অংশ হিসাবে ২য় দিনে তাদের সদস্যরা শহরের ভূষনস্কুল মাঠ সহ উপজেলার বিভিন্ন কলকারখানা পরিদর্শন করছেন। এ সময়ে জনসাধারনকে তারা বাস্তবে অগ্নিনির্বাপনে কৌশলের প্রশিক্ষন দেন। এছাড়াও তারা সরকারী নির্দ্দেশনা মোতাবেক বিভিন্ন কলকারখানা, ক্লিনিক, ও গুরুত্বপূর্ণ প্রতিষ্টানে অগ্নিনির্বাপকের ব্যবস্থা জোরদার করনে পরিদর্শন করছেন। এ সময়ে ষ্টেশনের লিডার রবিউল ইসলাম সহ অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন।