সাবেক সফল প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং সা¤প্রতিক ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় হাসপাতাল সড়কস্থ বিএনপির দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে কালিগঞ্জ উপজেলা ও পৌর পৌর বিএনপি।
মাহফিল সঞ্চালনা করেন কালিগঞ্জ উপজেলা যুবদলের সংগগ্রামী সদস্য সচিব মাহাবুবুর রহমান মিলন। সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক সাবেক চেয়ারম্যান জনাব আবুল কালাম আজাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-০৪ আসনের গণমানুষের নেতা কালিগঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক জনাব হামিদুল ইসলাম হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সদস্য আফসার আলী, আনোয়ারুল ইসলাম রবি, গোলাম রব্বানী, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম মোল্যা, বিএনপি নেতা মোহাম্মদ আলী খান, পৌর বিএনপি নেতা কামরুল ইসলাম মুন্সি, সোহরাব হোসেন রাজু, বিএনপি নেতা মোজাম্মেল হক, মতিয়ার রহমান, মোতাহার হোসেন তোতো, মাহাবুবুর রহমান, কালিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আজিজুল ইসলাম লস্কর, পৌর যুবদলের আহবায়ক শাহজাহান আলী খোকন, যুগ্ম আহবায়ক শাহিন লস্কর, ফারুক হোসেন, সদস্য সাইফুল ইসলাম, কৌশিক মাহমুদ রক্সি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হোসাইন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম, পৌর কৃষক দলের সাবেক সভাপতি ক্বারী মোহাম্মদ ফোরকান আলি, পৌর কৃষক দলের সদস্য সচিব ইয়ানুর রহমান, যুবনেতা হযরত আলী, শ্রমিক দল নেতা সুজন, কাজল মোল্যা, সুজাত হোসেন, ঝিনাইদহ জেলা ছাত্রদলের সহ-সভাপতি শিপুল আহমেদ, কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু তাহের, হাবিবুর রহমান হাবিব, রাকিব হাসান, উপজেলা ছাত্রদলের সম্মানিত সদস্য মঞ্জুরুল আহসান লিটু, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাওন আহমেদ, ছাত্রনেতা আলাউদ্দিন হোসেন শিমুল, সামিউল, নাঈমুর রহমান পিয়াস, ইয়াছিন আরাফাত প্রান্ত, সোহেল রানা লাল্টু, সজল সহ কালিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জনাব হামিদুল ইসলাম হামিদ সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও মঙ্গল কামনা এবং সা¤প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করেন।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং দোয়া পরিচালনা করেন গোহাটা জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুলাহ আল মামুন।