মায়ের সাথে অনৈতিক সম্পর্কের কথা জেনে যায় শিশুটি। যে কারণেই অপহরণ করে হত্যা করা হয় চুয়াডাঙ্গার কুতুবপুর গ্রামের শিশু শিহাবকে। আর এর মাস্টারমাইন্ড ছিল তারই নিকটাত্বীয় পিন্টু। সম্প্রতি চুয়াডাঙ্গার আলোচিত ক্লুলেস শিশু শিহাব হত্যা মামলার মোটিভ উদ্ধার করেছে পিবিআই।
রোববার ঝিনাইদহ পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিবিআই’র দ্বায়িত্বরত পুলিশ সুপার মাহাবুবুর রহমান।
সংবাদ সম্মেলনে পিবিআই জানান, ২০১৫ সালের ২৮ অক্টোবর চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর গ্রামের প্রবাসী তোয়াজ উদ্দিনের ৮ বছর বয়সী ছেলে শিহাব বাড়ী থেকে নিখোঁজ হয়। ২ দিন পর গ্রামের একটি আখ ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
পিবিআই জানায়, নিহতের মায়ের দায়ের করা মামলা পিবিআই’র হাতে এলে তারা তদন্ত শুরু করে। তদন্তে বেরিয়ে আসে হত্যাকান্ডের মুল হোতা তার নিকটাত্বীয় একই গ্রামের জমির উদ্দিন পিন্টু। মুলত ভিকটিমের মায়ের সাথে অনৈতিক সম্পর্ক শিশুটি জেনে ফেলার কারণেই পিন্টু তার সহযোগীদের সাথে যোগসাজস করে শিশুটিকে অপহরণ করে হত্যা করে। হত্যাকান্ডের ঘটনায় পুলিশ পিন্টুসহ ৪ জনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন জমা দিবে বলে জানিয়েছেন তারা।