কথাসাহিত্যিক সেলিনা হোসেনকে এ বছর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাংলা বইমেলায় তার সাহিত্য কীর্তির জন্য মুক্তধারা/জিএফবি সাহিত্য পুরষ্কার দেওয়া হচ্ছে। চলতি মেলার শেষ দিন তার হাতে এ পুরাষ্কার আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে।
বাংলাদেশ ও কলকাতার বাইরে নিউইয়র্কের বাংলা বইমেলায় সবচেয়ে দীর্ঘস্থায়ী একটি আয়োজন। গত ১৮ সেপ্টেম্বর থেকে ১০ দিন ব্যাপী এ মেলাটি শুরু হয়। করোনাভাইরাসের কারণে এবার মেলাটি ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হচ্ছে। প্রায় ৩০টি দেশ থেকে বাংলা ভাষার কবি-লেখক-সাহিত্যিক-শিল্পী এ বইমেলায় অংশগ্রহণ করছেন।
পাঁচ বছর আগে নিউইয়র্ক বইমেলা এই বার্ষিক সাহিত্য পুরষ্কার প্রবর্তন করে। বর্তমানে এর নাম মুক্তধারা/জিএফবি সাহিত্য পুরষ্কার। মুক্তধারার অন্যতম উপদেষ্টা গোলাম ফারুক ভুঁইয়ার অর্থায়নে প্রতিষ্ঠিত এই পুরষ্কারের অর্থমূল্য ২ হাজার ৫০০ মার্কিন ডলার।
এর আগে যারা এ পুরষ্কার পেয়েছেন তারা হলেন- কবি নির্মলেন্দু গুণ, বাংলা একাডেমির বর্তমান সভাপতি শামসুজ্জামান খান, বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদ এবং কথা সাহিত্যিক দিলারা হাশেম।
উল্লেখ্য, ২০১৬ সালে নিউইয়র্ক বাংলা বইমেলা উদ্বোধন করেন সেলিনা হোসেন।