দেশব্যাপী নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বিএনপি। আজ সকালে শহরের এইচএসএস সড়কের দলটির জেলা কার্যালয়ের সামনে এ কর্মসূচী পালিত হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। এতে জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. এস এম মশিয়ুর রহমান, সদস্য সচিব এ্যাড. এম এ মজিদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা, দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন সরকারের ব্যার্থতা উল্লেখ করে ধর্ষনের সবোর্চ্চ শাস্তি মৃত্যুদন্ডের আইন বাস্তবায়নের দাবি জানান।