স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
/ ৮২০
বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম :
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০, ১২:৫২ অপরাহ্ন
শেয়ার করুন
নানা বাড়ি যেতে নিষেধ করায় ঝিনাইদহের শৈলকুপায় সাদিয়া খাতুন (৯) নামে এক শিশু শিক্ষার্থী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। সাদিয়া ওই গ্রামের অবসরপ্রাপ্ত সৈনিক কামরুল হাসানের কন্যা ও পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী। পিতা কামরুল হাসান জানান, সকালে সাদিয়া কোচিং শেষ করে বাড়িতে এসে মায়ের সাথে নানা বাড়ি যাবে বলে বায়না ধরে। পড়াশোনা নষ্ট হবে বলে তার মা নানা বাড়ি যেতে নিষেধ করে। এ কথা বলার পর অভিমান করে লোকচক্ষরু আড়াল নিজ শয়ন কক্ষে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরিবারের লোকজন টের পেয়ে তাকে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ষোষণা করেন। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।