দীর্ঘ ২০ বছর পর ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ১০ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ বুধবার দুপুরে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের দলীয় প্যাডে এ কমিটি ঘোষণা করা হয়। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কমিটিতে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে সভাপতি ও ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। এছাড়াও কমিটিতে সহ-সভাপতি শামীম আরা মান্নান, ইসরাইল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মতি, ওহিদুজ্জামান ওদু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, আশরাফুল ইসলাম, আমিনুর রহমান তপু ও জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডুকে সদস্য করা হয়েছে। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু জানান, গত মার্চ মাসের ২৭ তারিখে কালীগঞ্জ উপজেলা কমিটি অনুমোদনের জন্য কেন্দ্রীয় দপ্তরে পাঠানো হয়। এরপর সেটি অনুমোদন দিয়ে বুধবার প্রকাশ করা হয়েছে। এদিকে এ কমিটি ঘোষণার পর শহরে মিষ্টিমুখ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। কমিটি ঘোষণা হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানায় তারা। বুধবার সকালে কালীগঞ্জ শহরের আকবর আলী সুপার মার্কেটে নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা মত বিনিময় সভার আয়োজন করে। সভায় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইসরাইল হোসেনের সভাপতিতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়ুব হোসেন খান, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজু, যুগ্ম সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মতি, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, আমিনুর রহমান তপুসহ ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সভায় আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার জন্য বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।