সৈয়দ মীর নেসার আলী তিতুমীর এর জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ তিতুমীর কলেজ শাখার উদ্যোগে ’রচনা প্রতিযোগিতার” আয়োজন করা হয়েছে।
বুধবার(২৭ জানুয়ারি) সকাল ১০.৩০ মিনিটে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে রচনা প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
তিতুমীর কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদ এর সভাপতি সোহেল মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক , এছাড়াও বিশেষ অতিথি ছিলেন ছাত্র অধিকার পরিষদ এর ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান ,যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান , যুগ্ম আহ্বায়ক আরিফ আদিব , যুগ্ম আহ্বায়ক তুহিন ফারাবি। তিতুমীর কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদ এর সাধারণ সম্পাদক খোরশেদ খান সহ কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদের সকল নেতাকর্মী।
রচনা প্রতিযোগিতায় ৪২ জন প্রতিযোগী অংশ নেয় ও ১ম স্থান অর্জন করেন তিতুমীর কলেজ এর সমাজবিজ্ঞান ১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র মাহাদী হাসান আসিফ , ২য় স্থান অর্জন করেন রাষ্ট্রবিজ্ঞান ১৮-১৯ এর শিক্ষার্থী শারমিন আক্তার ও ৩য় স্থান অর্জন করেন ফিনান্স ও ব্যাংকিং ১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাসান বিন হাফিজ।
প্রতিযোগিতা অনুষ্ঠানে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন- ব্রিটিশদের অত্যাচারের সে সময় কৃষক শ্রেনির মানুষ নিস্পেশিত হতো। জমি চাষ না করেও খাজনা দিতে হতো। ব্রিটিশদের অত্যাচার থেকে কৃষকদের বাচাঁতে কাজ করেছিলেন তিতুমীর। তিতুমীর তখন সবাইকে এক করতে পেরেছিলেন এবং ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছিলেন যা বাশের কেল্লা নামের সবাই জানেন। আর এখন আমরা কাজ করছি অন্যায়ের বিরুদ্ধে। আজকে শহীদ তিতুমীরকে স্মরণসভার অনুষ্ঠান ছোট করে আমরাই করছি আর কেউ করেনি। আমরা সব সময়ই স্মরণ করি তাদের যারা দেশের জন্য মানুষের জন্য কাজ করেছে অতিতে। আমার তরুণরা, ছাত্ররা চেষ্টা করছি ইতিহাসকে মানুষের কাছে তুলে ধরতে। আমরা বিশ্বাস করি আমরা জাতীয় নেতাদের স্মরণ করার মাধ্যমে প্রকৃত ইতিহাসকে তুলে ধরা।
নুরুলহক নুর আরো বলেন- আমাদের উচিত কোন কথায় বা কোন আচরনে ধর্মীয় বিদ্বেষ যাতে না ছড়ায়। আমরা সব সময় অন্যায় অত্যাচারে বিরুদ্ধে কাজ করছি। এবং অন্যায়ের বিরুদ্ধে সাধ্যমত চেষ্টা করতে হবে। আর দল মত নির্বেশেষে আমাদের সবার উচিত জাতীয় নেতাদের স্মরণ করা। আর ছাত্র অধিকার কাজ সরকার পতনের না ছাত্র অধিকারের কাজ ছাত্রদের মাঝে শিক্ষা সাংস্কৃতির ও সামাজিক কাজ শেখা ও আর্দশ ভাবে গড়ে তোলা। করোনার মধ্যেও যে তিতুমীর কলেজ শাখা ছাত্র অধিকারের পক্ষ থেকে এমন একটা উদ্যোগ নিয়েছে তার জন্য কৃতজ্ঞতা জানাই। ছাত্র অধিকার পরিষদ সব সময়ই ভালো ও সৃজনশীল কাজের সাথে জড়িত ছিল ও থাকবে।
তিতুমীর কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সোহেল মৃধা বলেন- শহীদ তিতুমীর বুঝিয়েছিলেন যে পরাজয় কোন বিষয় নয় আন্দোলন ছাড়া কোন বিজয় পাওয়া যাওয়া যায় না। ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিরোধর ভিত্তি তিতুমীরই প্রতিষ্ঠা করে গিয়েছেন। আমরা ছাত্র অধিকার তিতুমীর কলেজ শাখা ক্ষুদ্র হলে আমাদের মনোভব অনেক বেশি। আমরা চেয়েছি দেখিয়ে দিতে যে আমাদের দেখে অন্যান্য ছাত্র সংগঠনকে যে দেশের জন্য যারা কাজ করে তাদের সব সময় স্মরণ রাখতে হয়। এবং প্রকৃত ইতিহাস তুলে ধরতে হয়।