এহতেশাম রফিক
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মাজদিয়া গ্রামে অবস্থিত ড. রওশন আলী কলেজ অব সায়েন্স, টেকনোলজি এ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. রওশন আলীর নামে মিথ্যা ও যড়যন্ত্রমূলক অর্থ আত্মসাতের মামলার প্রতিবাদে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মাজদিয়া গ্রামবাসীর আয়োজনে কলেজ মাঠে আয়োজিত মাজদিয়া গ্রামের বিশিষ্ট সমাজ সেবক সোলাইমান হোসেনের সভাপতিত্বে অনুষ্টিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. রওশন আলী। এ সময় আরো বক্তব্য রাখেন, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মসলেম উদ্দিন, বারবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, যশোর সদরের হৈবৎপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও কলেজ পরিচালনা পরিষদের সাবেক সদস্য আব্দুল আজিজ, বীরমুক্তিযোদ্ধা ওমেদ আলী, বীরমুক্তিযোদ্ধা বাবর আলী প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. রওশন আলী বলেন, একটি মহল আমার নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠিত কলেজটি তাদের অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য যশোর এলাকায় নিয়ে নিয়োগ বানিজ্যসহ বিভিন্ন ভাবে অর্থ আত্মসাত করছেন। এটা যাতে চলমান থাকে তার জন্য আমার নামে মিথ্যা অর্থ আত্মসাতের মামলা দিয়ে তাদের সার্থ চরিতার্থ করছে। এলাকাবাসী এই ঘৃনীত চক্রান্তকারীদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।