কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদের সার্বিক তত্ত্বাবধানে কালীগঞ্জ উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, ছাত্র দলের যৌথ উদ্যোগে কালীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম লস্করের নেতৃত্বে কালীগঞ্জ শহরের বিভিন্ন জায়গা ও মহেশ্বরচাদা বাজারে ব্যবসায়ী ও জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
লিফলেটে বলা হয়, অবৈধ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের অধীনে একতরফা নির্বাচন বর্জনের আহ্বান জানায় বিএনপি। এ নির্বাচনে অংশগ্রহণ করলে জনগণকে আরও বঞ্চিত হতে হবে। তাই সবাইকে এই ডামি নির্বাচন বর্জনের আহ্বান জানানো হয়।
লিফলেট বিতরণকালে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকার জনগণের ভোটাধিকারকে পদদলিত করে ক্ষমতায় এসেছে। এ সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ করলে জনগণকে আরও বঞ্চিত হতে হবে। তাই সবাইকে এই ডামি নির্বাচন বর্জনের আহ্বান জানানো হয়।
লিফলেট বিতরণ শেষে নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে এই অবৈধ সরকারের পতন ঘটাতে হবে। আর তা সম্ভব হবে শুধুমাত্র অসহযোগ আন্দোলনের মাধ্যমে। তাই সবাইকে অসহযোগ আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।