ফিরোজ আহম্মেদ,
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ১০ জনকে আটক করেছে ৫৮ বিজিবি। মহেশপুরের শ্যামসকুড় সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো শহিদুল ইসলাম কোয়েল (৫৫) রবিউল ইসলাম (২১), তার স্ত্রী মোছাঃ কহিনুর খাতুন (১৯) আব্দুল হক (৩০), মোছাঃ লুতফুন্নেছা (৩৫), মোঃ আব্দুল করিম (২৫), মোছাঃ নাছরিন বেগম (২৩) ওহিদুল মোড়ল (৩১), শ্রী শ্যামল রায় (২৮) ও শ্রী মিল্টন রায় (২৮)। তাদের বাড়ি সাতক্ষীরা, যশোর, মাদারীপুর, গোপালগঞ্জ ও খুলনা জেলায়।
আটককৃতদের অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশের চেষ্টা করার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।