ঝিনাইদহ-৪ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুল আজীম আনার। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ খোকনকে ৩৯ হাজার ৪০৪ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।
ফলাফলে দেখা গেছে, আনার পেয়েছেন ৯৬ হাজার ৫০২ ভোট, যা মোট ভোটের ৫৭.০২%। রশিদ খোকন পেয়েছেন ৫৭ হাজার ১০০ ভোট, যা মোট ভোটের ৩৩.৯৮%।
এটি আনার তৃতীয়বারের মতো ঝিনাইদহ-৪ আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়া। তিনি ২০১৪ সালেও আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এই আসন থেকে জয়ী হয়েছিলেন।
আনারের জয়ের খবর শুনে তার সমর্থকেরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে উল্লাস প্রকাশ করেন।
আনারের জয়ের কারণ হিসেবে বলা হচ্ছে, তিনি গত এক দশকে কালীগঞ্জ উপজেলায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন। তার সুযোগ্য নেতৃত্বে কালীগঞ্জ উপজেলা আজ একটি উন্নত উপজেলায় পরিণত হয়েছে।
এছাড়াও, আনার একজন জনপ্রিয় নেতা। তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থাকেন।
আনারের জয়কে ঝিনাইদহ জেলার আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি বড় অর্জন হিসেবে দেখছেন। তারা আশা করছেন, আনারের নেতৃত্বে ঝিনাইদহ-৪ আসন আরও উন্নত হবে।