ঝিনাইদহের কোটচাঁদপুর এলাকা থেকে ৫০ বোতল ফেন্সিডিলসহ সাইফুল ইসলাম (৪৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬।
মঙ্গলবার (১৫ জুন) বেলা ১১ টার সময় তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত সাইফুল ইসলাম মহেশপুর থানার বাগাডাঙ্গা গ্রামের জরু তালুকদারের ছেলে।
র্যাব সুত্রে জানা যায়,গোপন সাংবাদের ভিত্তিতে ঝিনাইদহ র্যাব-৬ এর একটি দল ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর কাগমারী গ্রামের তিন রাস্তার মোড়ের শুকুর আলী চায়ের দোকানের সামনে থেকে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ এবং গোয়ান্দা তথ্যের মাধ্যমে আরও জানা যায় আসামী সাইফুল ইসলাম কুথ্যাত একজন মানব পাচারকারী। সে দীর্ঘদিন যাবৎ মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে মানব পাচারকরে আসছে। তার বিরুদ্ধে মহেশপুর থানায় ১৯৭৩ সালের পাসপোর্ট আদেশ আইনে ৩ টি মামলা রয়েছে।
পরে জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে কোটচাঁদপুর থানায় হস্তান্তর করে আইনগত ব্যবস্তা নেওয়া হয়েছে।