ঝিনাইদহ ১১ সেপ্টেম্বর-
ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে সতন্ত্র মেয়র প্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহেদী বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। রোববার রাতে নির্বাচনের রিটানিং কর্মকর্তা অলিউল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।
তিনি পেয়েছেন ২৫ হাজার ৭’শ ৫৩ ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী আব্দুল খালেক পেয়েছেন ১৮ হাজার ৫’শ ৩৯ ভোট।
এর আগে সকাল ৮ টা থেকে বিরতিহীন ভাবে ভোটগ্রহণ চলে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পৌরসভার ৯ টি ওয়ার্ডের ৪৭ টি কেন্দ্রে ইভিএম’র মাধ্যমে ভোটগ্রহণ চলে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা আর অভিযোগ ছাড়ায় ভোটগ্রহণ শেষ হয়।
সর্বশেষ ২০১১ সালের ১৩ মার্চ ঝিনাইদহ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০১৬ সালের এপ্রিল মাসে মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও সীমানা জটিলতা মামলায় পৌরসভার নির্বাচন স্থগিত ছিলো।