ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগের সাধারন সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে চেক জালিয়াতি মামলা করেছে দুদক। ঝিনাইদহ দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বজলুর রহমান বাদী হয়ে ৩০ লাখ টাকার চেক জালিয়াতি মামলা দায়ের করেছেন। মামলায় অভিযুক্তরা হলেন-ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাইদুল করিম মিন্টু, সাবেক সচিব আজমুল হোসেন, হিসাব রক্ষক মখলেচুর রহমান ও বর্তমান প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান চাঁদ । তারা পৌরসভা থেকে নিয়মবহির্ভুত ভাবে ৩০ লাখ টাকা উত্তোলন করেন।
ঝিনাইদহ দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক জাহিদ কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত ২২ জানুয়ারি মামলাটি করা হয়েছে। ২৩ জানুয়ারি আদালতে নথি পাঠানো হয়েছে। বর্তমানে মামলাটি কমিশনে আছে। মামলার তদন্ত চলছে।
মামলার বিষয়টি আজ সন্ধ্যার পর জানাজানি হয়েছে।