প্রেস বিজ্ঞপ্তি
বর্তমান প্রেক্ষাপটে তরুণ সমাজ ধ্বংসের সবচেয়ে আলোচিত এবং অন্যতম মাধ্যম হিসেবে মাদকদ্রব্যকে ব্যবহার করা হচ্ছে। এতদসংক্রান্তে এক শ্রেণীর অসাধু মাদক ব্যবসায়ী নিজস্ব স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে অবৈধভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রত্যন্ত অঞ্চলের যুব সমাজের হাতে মাদকদ্রব্য বা নেশাজাতীয় দ্রব্য পৌঁছে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে এই সকল মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদক বিরোধী অভিযানে র্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ২৭ নভেম্বর ২০২০ ইং তারিখ ১২:০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামাল উদ্দিন এর নেতৃত্বে ঝিনাইদহ সদর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার নিমিত্তে গমন করেন। পরবর্তীতে ২৭ নভেম্বর ২০২০ ইং তারিখ ১২:৩০ ঘটিকায় ঝিনাইদহ জেলার সদর থানাধীন কেন্দ্রিয় বাস টার্মিনাল রাফিন ড্রাগ হাউজ এর সামনে ইটের রাস্তার উপর অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম (৪০) পিতা- মৃত আকবর লস্কর, সাং-চুটলিয়া থানা ও জেলা ঝিনাইদহ বর্তমানে পাগলাকানাই (নতুন কোট পাড়া)থানা ও জেলা- ঝিনাইদহ কে গ্রেফতার করা হয়। উক্ত গ্রেফতারকৃত আসামীর দখল হতে ১২ বোতল ফেন্সিডিল, ০২ টি নিক্যাপ, ০১ টি মোবাইল সেট, ০২ টি সীম কার্ড উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিল ধৃত আসামীর বাম পায়ে ০২ টি নিক্যাপ দ্বারা বিশেষ প্রক্রিয়ায় রক্ষিত ছিল। উক্ত আসামীর নামে বিভিন্ন থানায় ০৬ টি মামলা রয়েছে।পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে চুয়াডাঙ্গা জেলার সদর থানায় হস্তান্তর করতঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(খ) ধারার মামলা করা হয়।