ঝিনাইদহ জেলার পায়রা চত্বরে রেল লাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার সকালে এ কর্মসূচির আয়োজন করে ঝিনাইদহ জেলা রেল লাইন,ও মেডিকেল কলেজ বাস্তবায়ন কমিটি।
মানববন্ধনে বক্তারা বলেন, পার্শবতীর্ জেলা মাগুরা, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় রেল লাইন থাকলেও ঝিনাইদহ জেলা শহরের সাথে রেল লাইনের কোন সংযোগ নেই। তাই মাগুরা থেকে ঝিনাইদহ জেলা শহর হয়ে চুয়াডাঙ্গা বা কুষ্টিয়ায় রেল লাইন সংযোগের দাবী জানান তারা।
এছাড়াও, মেডিকেল কলেজ না থাকায় চিকিৎসা সেবা থেকে জেলাবাসী বঞ্চিত হচ্ছে। তাই জেলার মানুষের চিকিৎসা সেবার মান নিশ্চিত করার জন্য মেডিকেল কলেজ স্থাপনের দাবী জানান
ঐতিহ্যবাহী এই জেলাতে বিশ্ববিদ্যালয় স্থাপিত হলে শিক্ষার সহ সার্বিক উন্নয়ন হবে বলে মনে করেন এই অঞ্চলের মানুষ।
ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচিতে ভাষা সৈনিক নন্দ দুলাল সাহা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা সরকারের কাছে এ দাবীগুলো বাস্তবায়নের আহ্বান জানান।
ঝিনাইদহ জেলার মানুষের এ দাবীগুলো বাস্তবায়িত হলে জেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।