ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল এন্ড কলেজের সামনে থেকে ১৮ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো-ঝিনাইদহ সদর উপজেলার চাপড়ী গ্রামের তরিকুল শেখের স্ত্রী তানিয়া খাতুন সাথী (২৫), শৈলকুপা উপজেলার গোয়ালবাড়ী গ্রামের আব্দুল মান্নান মন্ডলের ছেলে মিজানুর রহমান (৪৫) ও তার স্ত্রী মর্জিনা খাতুন (৩৫)।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এস আই মনিরুল ইসলাম মনির জানতে পারে খাগড়াছড়ি থেকে ঝিনাইদহে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিপুল পরিমান গাঁজা আনা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালানো হয়। এসময় ট্রাভেল ব্যাগে আনারস সাজিয়ে বিশেষ কায়দায় গাঁজা লুকিয়ে আসা চালান নিয়ে যাওয়ার সময় ২ নারীসহ ৩ জনকে আটক করা হয়।