আজ ২৬ মার্চ ঝিনাইদহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে । সকালে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই দিবস উদযাপন করা হচ্ছে।
সকাল ৬টা ৩০ মিনিটে টায় শহরের পৌর স্মৃতি সৌধ পার্কে শহীদ বেদীতে পুস্পমাল্য অর্পনের মধ্যে দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে প্রেরনা একাত্তর চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে রাষ্টের পক্ষে জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, শহীদ স্মৃতি সৌধে পুষ্পমাল্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর পুলিশ সুপার আজিমুল আহসান, মুক্তিযোদ্ধা সংসদ ঝিনাইদহ প্রেসক্লাব টেলিভিশন সাংবাদিক ফোরাম সহ বিভিন্ন সরকারি, বেসরকারি ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এর সুর্য ফোটার সাথে সাথেই ২৬ মার্চ উপলক্ষে শহীদ স্মৃতি সৌধে জড়ো হতে থাকে মানুষ । এছাড়া দিনব্যাপী আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনাসহ নানা কর্মসুচীর আয়োজন করা হয়েছে।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে বিভিন্ন স্কুল-কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । মুক্তিযুদ্ধ বিষয়ক প্রবন্ধ ও ছবি আঁকাআঁকির প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
সড়ক-ঘাট ও বাজার-ব্যবসা প্রতিষ্ঠানে রাষ্ট্রীয় পতাকা ও আলোকসজ্জার মাধ্যমে দিবসটি উদযাপন করা হচ্ছে।
গান, কবিতা আবৃত্তি, স্মৃতিচারণ, মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হচ্ছে।