স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঝিনাইদহে নানা কর্মসূচী পালিত হচ্ছে। সকাল ৭ টায় জেলা আওয়ামী লীগের কার্যালয় চত্বরে জাতীয় ও দলিল পতাকা উত্তোলন করা হয়।
পরে প্রেরণা একাত্তর চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তৈয়ব আলী জোয়ার্দ্দার, জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।